নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল সদরস্থ সৃজন জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক। সেজন্য প্রতিটি স্কুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশের সাথে সহপাঠ্যক্রম পরিচালনার পরিবেশ থাকা দরকার। ঐতিহ্যবাহী সৃজন জুনিয়র হাই স্কুল ইতোমধ্যে শিক্ষা ক্ষেত্রে উপজেলা সদরে বলিষ্ট ভূমিকার সাক্ষর রেখেছে। ইতোমধ্যে স্কুলে তথ্য-প্রযুক্তির সন্নিবেশ ঘটানো হয়েছে। প্রশস্থ খেলার মাঠ, ইনডোর-আউটডোর খেলার সুব্যবস্থা দেখে আমরা আশান্বিত, স্কুলটি ‘একটি আনন্দময় পাঠশালা’ হিসেবে পরিণত হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ও বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাহুবল কাসিমুল উলুম টাইটেল মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অলিউর রহমান অলি, বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান মাস্টার, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাবেদ আলী, সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, শরিরচর্চা সংঘ আমরা সবুজ-এর সাধারণ সম্পাদক এমএ মজিদ তালুকদার। শিক্ষক শারমিন আক্তার রিমা ও ফেরদৌস আহমেদ হৃদয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৃজন জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন। বক্তব্য রাখেন অভিভাবক এমএ মুতালিব তালুকদার, জসিম উদ্দিন, ছাত্র শাকিল তালুকদার। কোরআন তেলাওয়াত করে ছাত্র তাজবিদ চৌধুরী। উপস্থিত ছিলেন- সৃজন জুনিয়র হাই স্কুল পরিচালনা পর্ষদ-এর ব্যবস্থাপনা পরিচালক দৈনিক মানবজমিন প্রতিনিধি নূরুল ইসলাম মনি, পরিচালক এসএ আবিদ, ইমরুল কবির ও আলাউদ্দিন, শিক্ষক মোঃ রুমেন মিয়া, মুজিবুর রহমান সুমন, মুক্তা আক্তার, সুলতানা আক্তার জিবা, ইসরাত জান্নাত রুজি, আহমদুল হক জাবের, আদনান রহমান শাকিল ও প্লাবন চাষা বিন্দু। আলোচনা শেষে ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাহুবলে সৃজন জুনিয়র হাই স্কুলে পুরষ্কার বিতরণী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com