স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আহাম্মদ আলী (৫৫) ও হনুফা আক্তারকে (৪৫) হবিগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সূত্র জানায়, বিকেলে ওই গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র আহাম্মদ আলীর সাথে তারই প্রতিবেশী আব্দুল হকের পুত্র শাহিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এই সময়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com