স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর বাজারে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১০ ব্যক্তিকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সহকারি কমিশনার ভূমি আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। সহকারি কমিশনার ভূমি জানান- ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালানো হয়েছে। বাজারের রাস্তা বন্ধ করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ১০ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com