হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে প্রাতঃকালীন পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ পৌরসভা সোমবার সকালে পুরাতন হাসপাতাল সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালায়। ওই অভিযানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজানসহ এলাকার বাসিন্দাগণ। এ পরিচ্ছন্নতা অভিযানে শহরের প্রধান সড়ক ব্যাপকভাবে ঝাড়ু দেয়া হয়। এ সময় মেয়র শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সকলের সহযোগিতায় হবিগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও মনোরম স্থাপত্যে সমৃদ্ধ করে তোলা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com