এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীতে আবারো শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। গতকাল সোমবার স্টাফ কোয়ার্টার এলাকায় হবিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫/৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ অভিযানকালে অবৈধ দখলকারী কয়েকজন পুনরায় মাপজোকের আবেদন করায় ওই এলাকার আরো ৬/৭টি স্থাপনা উচ্ছেদ করতে পারেনি জেলা প্রশাসন। পরবর্তীতে সেগুলো উচ্ছেদ করা হবে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা জানান, ২য় পর্যায়ে শহরের স্টাফ কোয়ার্টার মুখ এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। তবে সময় কর্তন করার জন্য অবৈধ দখলদার ভিন্ন কৌশল অবলম্বন করছেন। এ হিসেবে তারা জায়গা পুনরায় মাপজোক করার আবেদন করছেন। আমাদের পক্ষ থেকে সঠিকভাবে খোয়াই নদী উদ্ধারে মাপজোক করা হচ্ছে। এদিকে গতকাল সকালে শহরের উত্তর শ্যামলী, সাধুর সমাধি, ঝিলপাড় এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, খোয়াই নদীর জায়গা চিহ্নিত করে লাল দাগ দেয়া হয়েছে। সেই স্থানগুলোতে শ্রীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। ঝিলপাড় এলাকায় গিয়ে দেখা গেছে, নবীগঞ্জের এক লন্ডন প্রবাসী ৫তলা বিল্ডিং স্বেচ্ছায় ভাঙ্গছেন। এ সময় ওই বাসার সামনে থাকা এক ব্যক্তির সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি জানান, ওই বাসায় খোয়াই নদীর ৫ফুট জায়গা পড়েছে। নিজের বিল্ডিং ভেঙ্গে ওই লন্ডন প্রবাসী খোয়াই নদীর জায়গা ছেড়ে দিচ্ছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com