নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে প্রায় সোয়া ১২ লাখ টাকা ছিনতাই মামলায় ইউপি সদস্য দুলাল মিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরে আলম শুনানি শেষে এ আদেশ দেন। দুলাল মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য।
সূত্র জানায়, বিবিয়ানা কেন্দ্রের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা বেঙ্গল ইলেকট্রনিক কোম্পানি লিমিটেড গেল মে মাসে শ্রমিকদের মাসিক বেতনের টাকা দিচ্ছিলেন। এসময় ওই এলাকার সাজু ও সাঈদ অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে ১২ লাখ ২৬ হাজার টাকা নিয়ে চলে যায়। তাৎক্ষণিক কর্তৃপক্ষ ঘটনাটি হেড অফিস ও নবীগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ পারকুল গ্রামের বাসিন্দা ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। তার ঘর থেকে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ৭ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে তদন্ত কর্মকর্তা ইউপি সদস্য দুলাল মিয়াকেও আসামী করে চার্জশীট দাখিল করেন। এ মামলায় দুলাল মিয়া গত সোমবার আদালতে হাজিরা দিলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।