স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সালেহাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আছিব আলীকে (৪০) পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্ত। শুধু তাই নয়, তাকে আটক করে রাখলে জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তিনি মানিকপুর গ্রামের বাসিন্দা ওই মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক। স্থানীয়রা জানান, আছিব আলী মাদ্রাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে বাঘাসুরা গ্রামের ইব্রাহিম মিয়া (৩০) ও তার লোকজন আছিব আলীকে একা পেয়ে তার উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে তার অর্থকড়ি লুটে নিয়ে হাত-পা বেধে আটক করে নির্যাতন চালায়। খবর পেয়ে ৭নং ওয়ার্ড মেম্বার মাসুক মিয়া ও হাজী শামছুল হকসহ একদল লোক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com