স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক বৃদ্ধ ব্যক্তির উপর নারী নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করায় বাদীনিকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মিথ্যা মামলার ঘটনাটি ধরা পড়ে।
আদলত সূত্রে জানা যায়, হাকাজুরা গ্রামের আল-আমিনের স্ত্রী রুজিনা আক্তার একই গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র হাজী আব্দুল জব্বার (৭৫) ও তার লোকজনের উপর নারী নির্যাতনের মামলা দায়ের করেন। মামলাটি চুনারুঘাট থানা পুলিশ ও ডিবি পুলিশ পরপর তদন্ত করে মিথ্যা প্রতিবেদনসহ মামলাবাজ রুজিনা আক্তারের উপর মিথ্যা মামলা দায়ের করে বৃদ্ধকে হয়রানি করার জন্য ২১৭ ধারায় ব্যবস্থা নেয়ার জন্য আদালতে রিপোর্ট দেন। পুলিশ প্রতিবেদনের প্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর ওই আদালতের বিচারক আসামীদের অব্যাহতি প্রদান করেন। অপরদিকে ভুল তথ্য দিয়ে মামলা দায়ের করে এবং হাজী আব্দুল জব্বারের মামলার প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর মামলাবাজ রুজিনার উপর আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের তাড়া খেয়ে রুজিনা গতকাল আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com