একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অস্থায়ী ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেন। আলহাজ্ব কমান্ডার মুন্সী আব্দুর রহিম জুয়েল আহ্বায়ক ও অ্যাডভোকেট দীপেশ চন্দ্র দাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা শাখার এ কমিটির বহিঃপ্রকাশ ঘটে। উক্ত কমিটির অন্যান্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এস.এম মুসলিম যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আব্দুর রশীদ যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন (লুতু) যুগ্ম আহ্বায়ক। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দাল মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্র চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মুর্শেদ কামাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা সুনিল চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত গোলাম মৌলা চৌধুরী আলফি, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত খুর্শেদ আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের মিয়া ও বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মোঃ আব্দুল লতিবকে সদস্য করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com