চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষক লীগ চুনারুঘাট উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির রেজা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুক্তার হোসেন বেনু, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুর রউফ, মাহফুজুর রহমান অয়ন, সাংগঠনিক সম্পাদক সামাল হোসেন, সঞ্জয় কুমার রায়, মুহিবুল হাসান কাউছার তালুকদার, মাধবপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক জামাল হোসেন, চুনারুঘাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, পৌর কৃষক লীগের আহবায়ক রমজানুর রহমান শামীম, যুগ্ম আহবায়ক রহমত আলী তালুকদার প্রমূখ। বর্ধিত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষক লীগের কমিটিকে বিলুপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন শেষে উপজেলা কৃষক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com