বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের ১৬ তম জেলা সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন হবিগঞ্জ টাউন হলে গতকাল সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশনে প্রতিনিধি এবং পর্যবেক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রণব কুমার দেবকে সভাপতি, মাহাথির মোহাম্মদকে সাধারণ সম্পাদক এবং অংকন রায়কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি সৈয়দ ফুয়াদ হাসান, হাবিব মিয়া; সহকারী সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার মিলি, জিরফান চৌধুরী রাফি; কোষাধ্যক্ষ নিপু ভৌমিক, দপ্তর সম্পাদক ইমদাদ মোহাম্মদ, শিক্ষা, গবেষণা বিষয়ক সম্পাদক স্বর্ণা রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদ আহমেদ, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক অনুজ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ঝলক গোপ পুলক, সদস্যবৃন্দ হলেন সামরিনা নওশিন দীনা, জিতেন ভৌমিক, সৈয়দ মেহেদি হাসান। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল।
এর আগে সম্মেলন উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মুরলি ধর দাস। উদ্বোধন শেষে ছাত্র ইউনিয়ের একটি সুসজ্জিত র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধনী সমাবেশে জেলা সংসদের আহ্বায়ক সামরিনা নওশীন দীনার সভাপতিত্বে অতিথি ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মামুনুল হক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম। শেষে সাংস্কৃতিক ইউনিয়নের পরিবেশনার মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি