রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবকসহ গ্রামের নারী-পুরুষ নিয়ে সোমবার দুপুরে হবিগঞ্জের কুর্শা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস আয়োজিত প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ এনামুল হক ও খাগাউড়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল ফজল প্রমুখ। সভায় প্রধানমন্ত্রী কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে নেয়া বিশেষ ১০ উদ্যোগ, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, সরকারের অর্জিত সাফল্য, জঙ্গীবাদ, তথ্য প্রযুক্তি, বাল্যবিয়ে ইভটিজিং, সন্ত্রাস, দাঙ্গা, নাশকতা, গুজব, যুদ্ধাপরাধসহ নানা কর্মকান্ডের ওপর জনগণকে অবহিত করা হয়। এসময় বর্তমান সরকারের গৃহিত কর্মকান্ডের প্রতি সাধারণ মানুষ সমর্থন ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com