মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রক্তাক্ত অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত শিশুর পরিবার সূত্র জানায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হেমেন্দ্র সরকারের ৬ বছর বয়সী শিশুকন্যা চৈতী রাণী সরকার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে তাকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এসময় তাদের বসতঘরের পেছনে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় চৈতী রাণী সরকারকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে কে বা কারা এই শিশুটিকে রক্তাক্ত জখম করেছে তা জানা যায়নি। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন এটি কোন পাষন্ডের কাজ। এ ব্যাপারে চৈতী রাণী সরকারের পিতা হেমেন্দ্র সরকার বলেন, কে বা কারা এই পাষন্ডের কাজ করেছে আমি জানি না। আমার মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে।