স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ দন্ডাদেশ প্রদান করেন। সে উপজেলার শিমুলিয়াম গ্রামের বাসিন্দা।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জানান, শিমুলিয়াম গ্রামের জনগণের চলাচলের রাস্তায় স্থাপনা তৈরি করে বন্ধ করার পায়তারা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে গত ২২ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার ভূমি খ্রিস্টফার হিমেল রিছিল ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে স্থাপনাটি সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। নির্দেশটি অমান্য করে তিনি স্থাপনাটি ফের তৈরি করা শুরু করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক আরও জানান, চলাচলের রাস্তায় স্থাপনা করায় দন্ড দেয়া হয়েছে। জমির স্বত্ব নিয়ে দাবি থাকলে আদলতে যেতে হবে, রাস্তা বন্ধ করা যাবে না।