স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অপরাধে আল আমিন (১৮) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ দন্ডাদেশ প্রদান করেন। আল আমিন উপজেলার মন্ডলকাপন গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে কয়েকদিন যাবত যৌন হয়রানি করে আসছিল আল আমিন। গতকাল উল্লেখিত সময়ে স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হজির করলে আদালত তাকে এ সাজার রায় প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com