স্টাফ রিপোর্টার ॥ আখাউড়ায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে বানিয়াচঙ্গের রাজমিস্ত্রী এস এম জিয়াউর রহমান (২০)। সে বানিয়াচং উপজেলা সদরের মাতাপুর গ্রামের এস এম আমির উদ্দিনের পুত্র। পরিবার সূত্র জানায় ২৫ নভেম্বর সোমবার দুপুরে আখাউড়ার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুতের তারের সাথে জিয়াউরের শরীর জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। আখাউড়া থেকে লাশ এনে রাত সাড়ে ৭টায় মাতাপুর জামে মসজিদের মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সন্ধ্যায় জিয়াউরের লাশ বাড়িতে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। জিয়াউরের অকাল মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com