মাধবপুর প্রতিনিধি ॥ বিদ্যালয়ের শতভাগ সাফল্য ধরে রাখতে হলে শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী করে তুলতে হবে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। তাইলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জামাল মোঃ আবু নাছেরের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরা খাতুন, দাসপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জালাল উদ্দিন জালালী, ইসহাক মিয়া প্রমূখ। পরে জামে মসজিদের ইমাম হাফেজ জালাল উদ্দিন জালালী মোনাজাত করেন।