স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকা সীমেরগাঁও গ্রামে দাঙ্গা, জুয়া, বাল্যবিবাহ, মাদক, যৌতুক প্রতিরোধে বিট পুলিশিংয়ের গণসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপরে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই মনতোষ চন্দ্র দাস প্রমুখ। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন- দাঙ্গা কোন পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক বড়াইয়ের কাজ নয়। দাঙ্গা কারো বংশের পরিচিতি হতে পারে না। দাঙ্গা কারো বংশের নাম উজ্জ্বল হওয়ার কারণ হতে পারে না। দাঙ্গা একটি সামাজিক ছোয়াছে রোগের মত। যা খুব দ্রুত সমাজে ছড়িয়ে যায়। এ নিয়ে আমাদের জনসচেতনতা প্রয়োজন। কেননা একটি দাঙ্গা একটি পরিবারের স্বপ্নকে অপরিণত অবস্থায় অপমৃত্যুর দিকে ঠেলে দেয়। দাঙ্গা সামাজিক অশান্তির কারণ। এর থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক পরিবর্তন প্রয়োজন। আমাদের চিন্তা এবং ভাবনায় পরিবর্তনের প্রয়োজন।
দাঙ্গায় কারো সহযোগিতা নয় এর প্রতিরোধ করুন। একটি দাঙ্গা শত অসহায় মৃত্যুর কারণ। দাঙ্গার কারণে আইন-শৃংখলার অবনতি ঘটে। তিনি আরো বলেন- যৌতুক একটি সামাজিক ব্যাধি। যৌতুকের কারণে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যৌতুকের কারণে স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। যৌতুকের কারণে একটি সুখী পরিবার ধ্বংস হয়ে যায়। বাল্যবিবাহ আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যায়। বাল্য বিবাহের কারণে একটি মেয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স জারি করেছে। মাদক নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদক নিরসনে সকলের সহযোগিতা একান্তকাম্য।
সীমেরগাঁও গ্রামে বিট পুলিশিংয়ের উঠান বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com