সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমীতে বিদায় সংবর্ধনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমী প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জোবায়ের আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুহুল আমিনের উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুরভী আফরিন নিশি ও গীতা পাঠ করেন অভিদাস বিল্টু।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিলাল আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মহসিন সাদেক, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার লাখাই প্রতিনিধি শিক্ষানবীশ আইনজীবী সুমন আহমেদ বিজয়, সহকারী শিক্ষক সুজন চন্দ্র দেব, কামরুল হাসান, তপন মোদক, সহকারী শিক্ষিকা শিল্পি আক্তার হ্যাপী, উর্মি রাণী দাশ রিমা।
উল্লেখ্য, গত বছর শাহ বায়োজিত (রহঃ) ইসলামী একাডেমী একটি টেলেন্টপুল বৃত্তি ও চারটি এ প্লাস সহ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত শতভাগ কৃতকার্য হয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাদের একান্ত প্রচেষ্টায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com