স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে শহরের মাতৃমঙ্গল রবিদাস পাড়া এলাকায় দু’পক্ষের বিরোধ সালিশে নিষ্পত্তি করা হয়েছে। গত ১২ নভেম্বর দুপুরে পুলিশ সুপারের নির্দেশে দু’পক্ষের লোকজনকে নিয়ে পুলিশ সুপার কার্যালয়ে সালিশ বৈঠকে বসেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম মানিক। এ সময় তিনি প্রায় দুই ঘন্টা আলোচনা করে উভয়পক্ষের সম্মতি নিয়ে সৃষ্ট বিরোধটি নিষ্পত্তি করে দেন। এদিকে, বিষয়টি নিষ্পত্তি করে দেয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান রবিদাস পাড়ার বাসিন্দারা। শনিবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান রবিদাস পাড়া ও হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুল হক, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানিকুল ইসলাম মানিক, বড় বহুলা গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব বুলবুল চিশতী, জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রনজিত রবিদাস, সভাপতি জীবন রবিদাস, সহ-সভাপতি বিমল রবিদাস, সাধারণ সম্পাদক মন্টু রবিদাস, সাংগঠনিক সম্পাদক ছোট রঞ্জু রবিদাস, সহ-সাংগঠনিক রামচরণ রবিদাস, নির্মল রবিদাস, সুনীল রবিদাস ও কাঞ্চন রবিদাস এলাকার মুরুব্বীয়ান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com