মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮টায় দারুল উলুম মাদ্রাসার ঈদগাহ মাঠে হবিগঞ্জ জেলার প্রাক্তন সিভিল সার্জন ও উপ-পরিচালক স্বাস্থ্য বিভাগ এবং অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ড. শফিকুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান ছাহেবজাদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবলের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, প্যানেল মেয়র এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, অ্যাডভোকেট ফারুক, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ প্রমুখ। এসময় দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের জন্য জেলা পরিষদ সদস্য, পৌর মেয়র, প্যানেল মেয়রসহ দুই কাউন্সিলর উপজেলা পরিষদ মিলে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ^াস দেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, এই মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com