জেলা বাসদ নেতা ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক কমরেড হুমায়ূন খানের বড় বোন জাহানারা খানম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার বেলা ২টায় ঢাকাস্থ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন সন্ধ্যায় মরহুমার মরদেহ তার শ^শুরবাড়ি উমেদনগরে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা বাড়িতে ছুটে যান। একইদিন বাদ এশা উমেদনগর সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি উমেদনগর নিবাসী টিঅ্যান্ডটি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের স্ত্রী।
হুমায়ুন খানের বড় বোনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীরা। সংবাদপত্রে শোক জ্ঞাপনকারীরা হলেন- জেলা সিপিবি সভাপতি মরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, তেল-গ্যাস রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অ্যাডভোকেট কামরুল ইসলাম, উন্নয়নকর্মী ওয়াদুদ ফয়সল চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংস্কৃতিকর্মী সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান প্রমুখ। বিবৃতিদাতাগণ মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি