নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার সকল উপজেলার লীলা কীর্তনীয়া গনের সমন্বয়ে শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা কীর্তন সেবা সংঘ কমিটি গঠন কল্পে শুক্রবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গোবিন্দ জিউড় আখড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। আখড়ার সেবায়েত হরিদাস অরুন মোহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলার শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা কীর্তন সেবা সংঘের সভাপতি বিজয় কৃষ্ণ গোসাম্বী। এতে বিশেষ অতিথি ছিলেন গৌর গোবিন্দ লীলা কীর্তন সেবা সংঘ সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক রতিশ রঞ্জন দাশ, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী লক্ষীকান্ত দাশ, শিক্ষক রাখাল চন্দ্র দাশ। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা গৌর গোবিন্দ লীলা কীর্তন সেবা সংঘ কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি পংকজ কুমার ভট্টাচার্য্য, সিনিয়র সহ-সভাপতি বিনয় ভুষন সুত্রধর, সহ-সভাপতি প্রিয়ধন দাশ, সাধারণ সম্পাদক রতন মনি দাশ বাবুল, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রনধীর দাশ, কোষাধ্যক্ষ দিনেশ দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক কানাই লাল বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক জয় কুমার চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক সুব্রত অধিকারী, দপ্তর সম্পাদক আশিষ দাশ, মহিলা সম্পাদিকা বিথি রানী চৌধুরী, নির্বাহী সদস্য সাজুমনি দাশ, সমর দাশ। কমিটির উপদেষ্টারা হলেন হরিদাস মোহন্ত অরুন, হরিদাস মোহন্ত বাবাজী, লক্ষী কান্ত দাশ, প্রেমানন্দ সরকার, রাখাল চন্দ্র দাশ, গিরিন্দ্র সরকার, প্রমথ সরকার, শ্রীনিবাস চন্দ্র দাশ, উত্তম কুমার পাল হিমেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com