অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রবিবারের হরতালের সমর্থনে খোয়াই ব্রীজ, শায়েস্তানগর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন বামজোটের নেতা কমরেড পীযুষ চক্রবর্তী, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, মোহাম্মদ আলী, ইমদাদুল হোসেন খান, মুজিবুর রহমান ফরিদ, লোকমান আহমেদ, এ.আর.সি কাউছার প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার।
সভায় বক্তাগণ বলেন, গ্যাসের দাম বাড়িয়ে জনগণের মাথায় বাড়তি বোঝা সরকার চাপিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নতুবা আরও কঠিন আন্দোলন হবে। ইতিমধ্যে জিনিসপত্রের দাম, বাড়িভাড়া, গাড়ীভাড়াসহ দৈনন্দিন জীবনযাত্রার খরচ বাড়তে শুরু করেছে। তাই সরকারের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ৭ জুলাই রবিবার সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান। সভাশেষে বামজোটের শীর্ষনেতা হাবিবুর রহমান ও মহিবুন্নুর চৌধুরী ইমরানের নেতৃত্বে একটি প্রচার মিছিল শহর প্রদক্ষিণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com