উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় আক্রোশমুলকভাবে রাতের আধারে খড়ের স্তুপে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে চোরের দল। এ নিয়ে ওই গ্রামের সাধারণ মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, নবীগঞ্জ সদর থানার মুরাদপুর গ্রামের কালীপদ দাশের বাড়িতে গত ২৮ জুন শুক্রবার দিবাগত রাতে ঘরের নিচ দিকে সিঁদ কেটে একদল চোর ঘরে প্রবেশ করে শোকেসে রাখা নগদ ২০ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, প্রায় ২০ হাজার টাকা দামের ২টি মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চোরের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজন জেগে উঠলে চোরেরা পালিয়ে যায়। পরদিন গত শনিবার কালীপদ দাশ অজ্ঞাত চোরদের আসামী দিয়ে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর সংঘবদ্ধ চোরচক্র আক্রোশমুলকভাবে পরদিন রবিবার দিবাগত রাতে বাড়ির পাশে রাখা বড় রকমের একটি খড়ের স্তুপে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি আবারো নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে থানার এসআই শামসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।
এ ব্যাপারে ক্ষতির শিকার কালীপদ দাশ সঠিকভাবে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে নবীগঞ্জ থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন।