স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া ট্রাকের থাক্কায় অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার আন্দিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার সার্জেন্ট মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন দুপুর ১টার দিকে সিলেটগামী বেপরোয়া একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত নিহত নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com