স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বজ্রপাতে শান্ত দাশ (১২) নামে এক শিশু মারা গেছে। নিহত শান্ত দাশ বদলপুর ইউনিয়নের পূর্ব কাটাখালী গ্রামের সুশান্ত দাশের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলতে যায় শান্ত। সন্ধ্যা ৬টার দিকে সে খেলাতে থাকাবস্থায় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাত তার উপর আঘাত করে। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যায়। এ তথ্য নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com