হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সরকারি ভূমিতে স্থাপিত মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার গুণীজনদের নামে নামকরণের দাবিতে গতকাল সকাল ১০টায় স্থানীয় টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজকর্মী পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী তাজউদ্দিন সুফী, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটার হবিগঞ্জ এর সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু, মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, চৌধুরী মহিবুর নূর ইমরান, কাউছার আহমেদ সাধারণ সম্পাদক উদীচী শিল্পীগোষ্ঠী, বিশ্বজিৎ কুমার বণিক যুগ্ম সম্পাদক পূজা উদযাপন পরিষদ, অ্যাডভোকেট জিলু মিয়া, অ্যাডভোকেট তুষার মোদক, শফিকুল ইসলাম, অপু চৌধুরী, সাংস্কৃতিক কর্মী পার্থ সরাথি রায়, কবি ও সাহিত্যকর্মী মনসুর আহমেদ, কৌশিক আচার্য্য পায়েল, রজত রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অবিলম্বে মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে হবিগঞ্জ জেলার যে কোন গুণীজনের নামে নামকরণ করতে হবে। বক্তারা আরও বলেন হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বিভিন্ন জনপ্রতিনিধি হবিগঞ্জে বসবাসরত নাগরিকবৃন্দ, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে কোনরকম পরমর্শ না করে তিনি নিজেই নিজের নামে মুক্ত মঞ্চের নামকরণ করেন। যা হবিগঞ্জের ইতিহাসে খুবই দুঃখজনক। এই রকম কর্মকান্ড কোন অবস্থাতেই কাম্য নয়। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন অবিলম্বে হবিগঞ্জের সর্বস্তরের মানুষের সঙ্গে পরামর্শ করে সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com