আতুকুড়া মৌজার কালারডোবা সংলগ্ন পুকুর ও জাতুকর্ণপাড়ার ডোবার নিলাম স্থগিত

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলাধীন ৩৭টি জলমহালের মধ্যে ৮টি জলমহাল খাস আদায়ের নিমিত্তে প্রকাশ্যে নিলাম ডাক দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলা ভূমি অফিসের সামনে এই জলমহাল নিলাম দেয়া হয়। ১৪২৬ বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত খাস কালেকশনের মাধ্যমে নিলামে ৮টি জলমহালের বিপরীতে মোট ১১জন নিলামকারী অংশ নেন। এসব জলমহালের নিলাম থেকে মোট ৫৪হাজার টাকা খাস কালেকশন হয়েছে। জলমহালগুলো প্রকাশ্যে নিলামের সময় উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান, ৪টি ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা ও ভূমি অফিসের সহকারি নাজির আশফাক চৌধুরী। প্রকাশ্যে নিলাম ডাক দেয়া জলমহাগুলো হল- কদুপুর মৌজার আকতি বিলের চার আনা গন্ডা ও ছোট, নিয়ামতপুর মৌজার কৈয়া বিল, দাউদপুর মৌজার দুপারিয়া বিলের ৮আনা, কাউয়াকান্দি মৌজার বাল্লা, কাগাপাশা মৌজার বড় শুকনা বিল, তারাসই মৌজার সারেঙ্গা মারেঙ্গা গ্রুপ ফিশারী, কদুপুর মৌজার হামলা বিলের ৯আনা (বেতকান্দি) ও সিকান্দপুর মৌজার সিকান্দরপুর গ্রুপ জলমহাল। বাকি জলমহালগুলোর উপরে মামলা থাকায় এসব নিলামের ডাক দেয়া হয়নি। এর মধ্যে আতুকুড়া মৌজার কালারডোবা সংলগ্ন পুকুর ও জাতুকর্ণপাড়ার ১৬২ দাগের ডোবা এই দুইটিতে কোনো নিলামকারী না আসায় এগুলো নিলাম স্থগিত রাখা হয়।