স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর মাধবপুর এর উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও ঋণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আরডিও মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ম্যানেজার পারভীন আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, উদ্যোক্তা অমিয় প্রভা রায়, মুখলেছুর রহমান প্রমূখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ২০ প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com