চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীগঞ্জ বাজার এলাকা থেকে টমটম ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ছিনতাইকারী চক্রের সদস্য হাছন আলী। ঘটনাটি ঘটেছে ৩১ অক্টোবর রাত ৮টার দিকে চুনারুঘাট-সাটিয়াজুরী সড়কের গাজীগঞ্জ বাজারের নিকটে।
সূত্র জানায়, হাছন আলী পৌর শহরের গুচ্ছগ্রামের আজগর আলীর পুত্র। টমটমের মালিক উপজেলার মিরাশী ইউনিয়নের ভুলারজুম আমীরপুর গ্রামের আব্দুল গফুর (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী হাছন আলী কয়েকজন সহযোগী নিয়ে সুন্দরপুর যাওয়ার কথা বলে টমটম ভাড়া করে। কিন্তু গাজীগঞ্জ বাজারে যাওয়ার আগ মুহূর্তে টমটম মালিক গফুর মিয়াকে প্রাণনাশক অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে যেতে চাইলে সে চিৎকার শুরু করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হাছন আলীকে আটক করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন গফুরকে উদ্ধার করে চুনারুঘাট থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ছিনতাইকারী হাছন আলীকে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com