টমটম গ্যারেজ বাসাবাড়িসহ ৯টি প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দিয়েছেন বিদ্যুত আদালতের বিচারক
মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নিয়ে চালানো হচ্ছে টমটম গ্যারেজ। শুধু তাই নয় বিভিন্ন বাসাবাড়িতেও চলছে অবৈধ বিদ্যুতের ব্যবহার। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ শহরে অবৈধ বিদ্যুত ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সিলেট বিদ্যুত আদালতের বিচারক মুহাম্মদ আব্দুল হালিম।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুত সংযোগ ও বকেয়া বিলের জন্য এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ টমটম গ্যারেজসহ ৯টি স্থাপনার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শহরের রাজনগর, ২নং পুল ও সুলতান মাহমুদপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় সুইপার বাবুল, আবুল কালাম আজাদ, ফুল মিয়া, কদ্দুছ আলী, মিজানুর রহমান, মোতালিব হোসেন, শাহানুর মিয়া, আল আমিনের বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করা হয় ও বিদ্যুত আইনে মামলা দেওয়া হয়। অভিযানে বিদ্যুত আদালতের বিচারককে সহযোগিতা করেন হবিগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও হবিগঞ্জ পুলিশ।