মোঃ মামুন চৌধুরী ॥ জেলার মাধবপুর বাস স্ট্যান্ড এলাকা ও শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এবং অলিপুরে মহাসড়কের পাশে সরকারী জমি থেকে প্রায় ৫শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত হবিগঞ্জ সড়ক বিভাগ এ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে। তবে উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়কের পাশ থেকে অনেককে স্বেচ্ছায় নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে।
হবিগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী জানান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, অলিপুর ও মাধবপুর বাজার স্ট্যান্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে সরকারী জমি থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। আবারো অবৈধভাবে ঘর নির্মাণ করলে অভিযান চালানো হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com