মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার জয়পুর গ্রামে সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ছোট ভাই আবুল বাশার ওরফে কামাল (৪০) ও তার স্ত্রী কোহিনুর আক্তারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। ঘটনার পর থেকেই আবুল বাশার ওরফে কামাল ও তার স্ত্রী কোহিনুর আক্তার বাড়ি থেকে পালিয়ে যায় এবং কামালের বন্ধুর বাড়িতে আশ্রয় নেয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের আব্দাল মিয়া তার ভাগের সম্পত্তি দু’মেয়ের নামে রেজিস্ট্রি করে দিয়ে দেন। এ নিয়ে আব্দাল মিয়ার ভাই আবুল বাশার ওরফে কামাল ওই সম্পত্তিতে তার অংশ দাবি করে দীর্ঘদিন ধরে দেন-দরবার করে আসছিল। সম্প্রতি চৌমুহনী ইউপি চেয়ারম্যান আপন মিয়ার নেতৃত্বে শালিসের মাধ্যমে তা প্রায় নিষ্পত্তিও করে দিয়েছিল। কিন্তু কামাল তা না মেনে আবারও দেন-দরবার করতে থাকে। ২২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আব্দাল মিয়া মোটর সাইকেল যোগে চৌমুহনী বাজার থেকে বাড়ি আসা মাত্রই কামাল মিয়া লাঠি দিয়ে আঘাত করলে আব্দাল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মায়মুনা আব্দাল মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আব্দাল মিয়ার স্ত্রী হারুনা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com