গত ২৬ অক্টোবর বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বিথঙ্গল শ্রী শ্রী রামকৃষ্ণ গোঁসাই বড় আখড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপির পরিদর্শন সফল করায় আখড়া সংস্কার কমিটি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের ধন্যবাদ জানিয়েছেন আখড়া সংস্কার কমিটির সভাপতি সুকুমার দাস মোহন্ত গোঁসাই ও সাধারণ সম্পাদক শংকর পাল। পাশাপাশি প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, মন্ত্রীর সফরসঙ্গি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রামচন্দ্র দাশ সহ হবিগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বেদময়ানন্দ মহারাজ, হবিগঞ্জ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া ইসকন মন্দির পরিচালনা কমিটির অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়ে আখড়ার ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সাফল্যমন্ডিত করায় তাদের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com