এস এম সুরুজ আলী/মোশাহেদ মিয়া ॥ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে লাল গালিচা গণ-সংবর্ধনা দিয়েছে ঐতিহ্যবাহী সৈদ্যারটুলা ১২ মহল্লা পঞ্চায়েত (ছান্দ) কমিটি। গতকাল বিকালে স্থানীয় আদর্শ বাজার সংলগ্ন মাঠে ছান্দ সরদার এনামুল হোসেন খান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাটি এলাকার প্রতি সদয় হওয়ায় আমি অত্রাঞ্চলের উন্নয়ন করতে সক্ষম হয়েছি। ৫ বছরে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করে মানুষের মনের বাসনা পূরণ করা হয়েছে। আদর্শ বাজার থেকে লক্ষ্মীবাওর পর্যন্ত পাকা রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। পাহাড়পুর থেকে লক্ষ্মীবাওর জলাবন পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। রাস্তাটির কাজ সম্পন্ন হলে পাহাড়পুরসহ দিরাই শাল্লার মানুষ বানিয়াচংয়ের উপর দিয়ে হবিগঞ্জ যাতায়াত করতে পারবেন। তবে ওই রাস্তার মাঝখানে মধ্যের বিল নামক স্থানে একটি অত্যাধুনিক ব্রীজ নির্মাণ করতে হবে এবং আমি সেটা করব। লক্ষ্মীবাওর জলাবন ছান্দের মালিকানা রেখেও কিভাবে এখানে বিভিন্ন প্রজাতির হিজল তমালের গাছ লাগিয়ে উন্নত সোয়াম্প ফরেস্ট করা যায় এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আজ আমাকে সংবর্ধনা দিয়েছেন মানে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও সরকারকে সংবর্ধনা দিয়েছেন আপনারা। আমি সরকারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, বানিয়াচং গ্রামটিই একটি দেখার মত জায়গা। এর চারপাশের গড়ের খালকে দখলমুক্ত করে খনন করে গাছগাছালি লাগিয়ে পৃথিবীর মহাগ্রামের সৌন্দর্য্য বৃদ্ধি করতে চাই। বানিয়াচংকে আরো উন্নত করতে হলে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাতে সহযোগিতা করতে হবে। আসুন সকল দল মতের উর্ধ্বে উঠে পৃথিবীর মহাগ্রাম বানিয়াচংকে সুন্দর করে গড়ে তুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আইডিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি হায়দারুজ্জামান খান ধন মিয়া, বিশিষ্ট মুুরুব্বি এস এম আলী আক্কাছ, মিজানুর রহমান খান, জালাল উদ্দিন খান বাবুল, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, মাওলানা আতাউর রহমান, মোত্তাকিন বিশ^াস প্রমুখ।
সৈদ্যারটুলা ১২ মহল্লা ছান্দের দেয়া সংবর্ধনায় এমপি মজিদ খান
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com