“গাই লড়াইয়ের গান, দুর্নীতি-দুঃশাসন হোক অবসান” এই শ্লোগানকে ধারণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির হবিগঞ্জ জেলা সংসদ। ২৯ অক্টোবর বিকাল ৪টায় শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আরডি হল মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা উদীচী’র সভাপতি শিখা নাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য মিনহাজুল আবেদীন মৃদুল, মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের প্রাক্তন কমান্ডার আব্দুর রহিম জুয়েল, সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, বাসদ’র সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, গণজাগরণ মঞ্চ’র সংগঠক হুমায়ুন খান, খোয়াই থিয়েটারের সহ-সভাপতি হারুন সিদ্দিকী ও জেলা উদীচী’র সহ-সভাপতি ইমদাদুল হোসেন খান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুরলী ধর দাশ, সিপিবি নেতা মহিবুন্নুর চৌধুরী ইমরান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, বাসদ (মার্কসবাদী)’র জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, জেলা উদীচী’র সাবেক সভাপতি আজমান আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক পিকে সূত্রধর, জেলা উদীচী’র সহ-সাধারণ সম্পাদক জয়দীপ সাহা ও মাসুদ পারভেজ, বানিয়াচং উপজেলা আদর্শ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সফিকুল ইসলাম সফিক প্রমূখ। সবশেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাট্যমেলা’র আহবায়ক শাহ আলম চৌধুরী মিন্টু, উদীচী’র শিল্পী উপমা চক্রবর্তী, এআরডি চুমকি, পুষ্পিতা দাশ, অনিকা তাবাসসুম ¯েœহা, অনন্যা দেব, সুমাইয়া আক্তার, অর্নব চক্রবর্তী, নবনীতা চক্রবর্তী, বাউল সাজিদ পরদেশী, লিজা আক্তার ও মাহদী। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com