বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ফেসবুকের অপব্যবহার ও গুজবে বিভ্রান্তি নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় বাহুবল মডেল থানা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। এসআই মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, কাসিমুল উলুম মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, এসআই মহরম আলী ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম রশিদ আহমেদ প্রমুখ। বক্তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com