বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উক্ত কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবীর রেজা’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে শাহীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সকলের সম্মতিক্রমে সদর উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়। কমিটিতে হোসাইন মোঃ আক্তারকে আহবায়ক, সালেহ আহমদ চৌধুরী, সিরাজুল হক তালুকদার, শাহেদুল ইসলাম শাহেন, বিশ্বজিৎ দাস ও সুজন আহমেদকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সামাল আহমেদ, মহিবুল হাসান তালুকদার কাউছারসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
পরে জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ূন কবীর রেজা’র নেতৃত্বে সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক কমিটির নতুন মনোনীত নেতৃবৃন্দ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com