ফেসবুকের অপব্যবহার ও সম্প্রীতি রক্ষায় পুলিশের সভা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা, লাখাই থানা ও শায়েস্তাগঞ্জ থানার উদ্যোগে ফেসবুকের অপব্যবহার, গুজবে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। উক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী বিভিন্ন অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিভিন্ন গুজবের কারণে সমাজে দেখা দিচ্ছে মারামারি ও রক্তপাত। যার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ফেসবুকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ছড়ানো হচ্ছে ধর্মীয়বিদ্বেষ আর বিভিন্ন গুজব। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে ধর্মকে কেন্দ্র করে যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে সবই ফেসবুক থেকে। ২০১৭ সালের নভেম্বরে ফেসবুকের গুজবের সূত্র ধরে রংপুরে হিন্দুদের বাড়িঘরে আক্রমণ, ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। এর আগে ২০১২ সালের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কোরআন শরিফ অবমাননা করে ছবি সংযুক্ত করায় রামু উপজেলার বৌদ্ধদের এলাকায় চালানো হয় তান্ডব। বৌদ্ধমন্দির এবং বৌদ্ধদের বাড়িতে আগুন দেয়া হয়। শতাধিক ঘরবাড়ি এবং দোকানপাটে হামলা চালানো হয়। এছাড়াও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে উস্কানি দেয়া হচ্ছে। এতে জনমনে নানা শঙ্কার সৃষ্টি হচ্ছে। এজন্য এগুলো বন্ধের চেষ্টা চলছে। সাইবার পুলিশ প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাইবার টহল দিচ্ছে। রাষ্ট্র বা সমাজের জন্য ক্ষতিকর কিছু পাওয়া গেলে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তাই ফেসবুকের অপব্যবহার থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ডিবির ওসি মানিকুল ইসলাম, লাখাই থানার ওসি ও শায়েস্তাগঞ্জ থানার ওসি।