লাখাইয়ে বৃক্ষ মেলার উদ্বোধনী সভায় এমপি আবু জাহির

সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই শ্লোগানকে সামনে রেখে লাখাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় লাখাই উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি লাখাই সড়ক প্রদক্ষিণ করে লাখাই উপজেলার হ্যালিপ্যাড মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও কৃষি উপসহকারী কর্মকর্তা অমিত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন সুস্থ রোগমুক্ত জীবন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ফলদ গাছের আবাদ বাড়ানোর জন্য সকলকে এগিয়ে আসতে হবে।