নানকার কৃষক আন্দোলনের নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজীবন সংগ্রামী কমরেড বারীণ দত্তের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। রবিবার হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকাস্থ কার্যালয়ে সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট রনধীর দাশ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখলেছুর রহমান, সিপিবি নেতা মহিবুন্নুর চৌধুরী ইমরান, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- লাখাই স্বজনগ্রাম টাউনশীপ গ্রামের রায় বাহাদুর পরিবারের সন্তান হয়েও ব্যক্তিগত ভোগ বিলাস পরিত্যাগ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সমর্পন করেছেন। লাভ এবং লোভ তাকে স্পর্শ করতে পারেনি। সারা জীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছেন। জেল, জুলুম, হুলিয়া মাথায় নিয়ে তিনি ফেরারী হয়ে পার্টির কাজ পরিচালনা করেছেন। আজীবন সংগ্রামী এই মহান নেতা হবিগঞ্জবাসীর গর্ব। আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। কমরেড বারীণ দত্তের লালিত স্বপ্ন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে আমরা তাকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখব। প্রেস বিজ্ঞপ্তি