স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, উন্নয়ন কর্মকান্ড দেখে দিশেহারা দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যত বেশি সফল হবেন, চক্রান্ত তত বেশি গভীর হবে। কারণ ষড়যন্ত্রকারীদের পথের কাঁটা শেখ হাসিনা। বিচক্ষণতা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম। বিচারহীনতার সংস্কৃতি থেকে এদেশের মানুষকে মুক্ত করেছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুদ্ধাপরাধীদের বিচার তিনি নিশ্চিত করেছেন।
শনিবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কোন বিকল্প নেই। তাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতাকর্মীকে দক্ষতার সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলেই আওয়ামী লীগ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরোর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, মোহাম্মদ আলী মুন্সী, জায়েদ, মকসুদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লস্করপুরে আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com