নিতেশ দেব, লাখাই থেকে ॥ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য লাখাই’র জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ওসি তদন্ত অজয় চন্দ্র দেবসহ পুলিশের একটি বিশেষ টিম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রানীর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য জালাল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত জালাল মিয়া (৩০) লাখাই উপজেলার স্বজনগ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত জালাল মিয়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতার ১০টি মামলাসহ ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদিকে তাকে গ্রেফতার করায় লাখাই উপজেলার বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। গতকাল রবিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে লাখাই পুলিশের বিশেষ অভিযান
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com