স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামে সুদের টাকা নিয়ে পিতা-পুত্রের সংঘর্ষে মা-সহ ৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, মৃত ইউনুছ মিয়ার পুত্র আব্দুল মন্নাফ তার পুত্র শামীম মিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। পরে তা সুদে-আসলে দ্বিগুণ হয়। এ নিয়ে শামীম মিয়া ও তার পিতা মন্নাফ মিয়ার মাঝে বাকবিতন্ডা হলে এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মন্নাফ (৫৫), তার স্ত্রী সফিনা আক্তার (৫০), পুত্র শামীমকে (২২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com