এসএম সুরুজ আলী ॥ চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন স্থান থেকে গাঁজা এবং ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। শনিবার ও রবিবার পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) জানান, শনিবার রাত ৯টায় ব্যাটালিয়নের সুবেদার মোঃ আবু বক্করের নেতৃত্বে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আলীনগর প্রাইমারী স্কুলের নিকটবর্তী স্থানে ১৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৬৬ হাজার ৫শ’ টাকা। একই দিন ব্যাটালিয়নের হাবিলদার মোঃ আয়নাল হকের নেতৃত্বে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম টিলা নামক স্থান থেকে ১৫০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। যার মূল্য ৪৫ হাজার টাকা। গতকাল রবিবার ব্যাটালিয়নের সুবেদার মোঃ আতাউর রহমানের নেতৃত্বে মাধবপুর উপজেলার চিমটিবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি নামক স্থান থেকে ৪৫০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। যার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।