স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক সেলিম, বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এছাড়া সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একটি মহল অপপ্রচার করছে যে পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযান স্থগিত হয়েছে। কিন্তু উচ্ছেদ অভিযান স্থগিত হয়নি। উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে এবং আরো বেগবান হচ্ছে। এছাড়াও সভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম আরো গতিশীল করার জন্য জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com