স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের মাদক ব্যবসায়ী রাজু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই ইমদাদুল হকের নেতৃত্বে একদল র্যাব সদস্য হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসের সামন থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও সে বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। মাদক আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com