নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের রাজনগর এলাকায় মদপান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও দাঙ্গা সৃষ্টির উপক্রমের অপরাধে বিলাল মিয়া (৩৫) নামে মাদক সেবনকারী এক ব্যক্তিকে ১০ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। বিলাল মিয়া (৩৫) নবীগঞ্জ পৌর এলাকার রাজনগরে বুদার মিয়ার পুত্র।
সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে পৌর এলাকার রাজনগরে মদপান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে বিলাল। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিলালকে আটক করে। পরে বৃহস্পতিবার বিকেলে বিলালকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসানের কার্যালয়ে হাজির করলে তাকে ১০ মাসের কারাদন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com