চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি উক্ত স্কুল পরিদর্শন করেন। এ সময় ডিজি প্রফেসর সৈয়দ মোঃ গোলাম ফারুক স্কুলের শ্রেণিকক্ষ, লাইব্রেরি, সাইন্সল্যাব, উন্নত স্যানিটেশন, বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষরোপন কার্যক্রম সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। তিনি স্কুলের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অদিধপ্তর সিলেটের পরিচালক প্রফেসর হারুনুর রশিদ, উপ-পরিচালক জাহাঙ্গীর কবির, সিলেট বিভাগের ফিল্ড অফিস ইউনিসেফের এডুকেশন কর্মকর্তা তানিয়া লাইজু সুমি, হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, চুনারুঘাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাসেল আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মারজিয়া খানম, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল, সহকারি প্রধান শিক্ষক মোস্তাক তরফদার মাসুম, সিনিয়র সহকারি শিক্ষক সমীরণ চক্রবর্তী, সহকারি শিক্ষক নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আব্দুল মতিন প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com